বাংলা (Bengali)

 ইমিগ্রেশন অফিসার আপনাকে থামালে আপনি কি করবেন?

যদি ইউকে বর্ডার এজেন্সী অথবা পুলিশ আপনাকে রাস্তায় থামিয়ে আপনার ইমিগ্রেশন স্ট্যাটাস সম্পর্কে জিজ্ঞাসা করে:

আপনার কোন প্রশ্নেরই উত্তর দেয়ার প্রয়োজন নেই।

তাদেরকে আপনার নাম বা ঠিকানা বলারও প্রয়োজন নেই।

তাদের বলে দিন যে, আপনি তাদের সাথে কথা বলতে চান না।

ভদ্রতা বজায় রাখুন এবং দৃঢ় থাকুন।

আপনি হেটে চলে যেতে পারেন।

শুধুমাত্র গায়ের রঙের জন্য তারা আপনাকে থামাতে পারেনা। তারা তখনই শুধু থামাতে পারে যদি তাদের কাছে কোন যুক্তিযুক্ত কারন থাকে। তারা যদি আপনাকে শুধুমাত্র আপনার চেহারা বা মুখের ভাষার কারনে থামিয়ে থাকে, তাদেরকে বলুন,

“এটা বর্ণবাদী আচরণ”।“ এটা বেআইনি”। “আমি অভিযোগ আনবো”।

যদি আপনি গ্রেফতার হন, জামিনের জন্য ইমিগ্রেশন ডিটেইনিস (আমাদের থেকে

স্বতন্ত্র) এর সাথে যোগাযোগ করুন : ০২০৭২৪৭৩৫৯০

Download cards for printing (6 per page) here.

[Note: when using certain browsers, you will not be able to view the full pdf document and will need to download the file].

Download posters here.